পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মাণাধীন পায়রা কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্রে কোল ইয়ার্ডের (কয়লা রাখার ডোম) উপর থেকে পড়ে কিন গুইলিন (৪০) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। তিনি পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্রের শুরু থেকে চীনা প্রতিষ্ঠান নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পায়রা তাপ-বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, কিন গুইলিন কোল ইয়ার্ডের উপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৮০ ফুট উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেন। পথে দুপুর সাড়ে ১২টায় মারা যান কিন।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বরিশালে নেওয়ার পথে ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়।