‘পিচ্চি মরিচের ঝাল বেশি’

image-150525-1589025475

বাংলাদেশ ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের আজ জন্মদিন। এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন তার অনেক শুভাকাঙ্ক্ষীরা। এই তালিকায় বাদ যাননি সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তার শুভেচ্ছা জানানোর বানীটা একটু আলাদা।

৯ মে ৩৩ বছরে পা রাখলেন বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলায় একটি প্রবাদ আছে, ছোট মরিচে ঝাল বেশি। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা মুশফিকুর রহিমের জন্মদিনে সেই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। একইসঙ্গে দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও তুলে ধরলেন তিনি।

এই শুভ দিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাশরাফী। সেখানে ক্যাপশনে লিখেন, ‘বলে না, পিচ্চি মরিচে ঝাল বেশি? চালায়ে যা মুশফিকুর রহিম। আরো ঝাল দেখা তোর। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বান্টু।’

করোনা ভাইরাসের কারণে বর্তমানে সব ধরণের খেলা বন্ধ। এই সময়টা বগুড়ায় নিজের বাসাতে বসেই কাটিয়ে দিচ্ছেন মুশফিক। সেখানেই ফিটনেস রক্ষায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই টাইগার ব্যাটসম্যান। এর পাশাপাশি অসহায় মানুষদের পাশে এসেও দাঁড়িয়েছেন তিনি। নিজের জন্মদিনে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছেন মিস্টার ডিপেন্ডেবল। প্রাপ্ত অর্থের পুরোটাই বিলিয়ে দেবেন আর্তমানবতার সেবায়।

মাশরাফী বিন মোর্ত্তজাও নিজ এলাকা নড়াইলে মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন। সংসদ সদস্য হিসেবে সর্বাত্মকভাবে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তবে কাজের ফাঁকেও দুজনের মজবুত সম্পর্কটা আরেকবার দেখিয়ে দিলেন নড়াইল এক্সপ্রেস।

Pin It