পিঠের ব্যথায় ফের তামিমের অস্বস্তি, অনুশীলনে লিটনও পেলেন চোট

image-689072-1687450709

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টুকটাক চোট সমস্যা চিন্তায় রেখেছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার অনুশীলন সেশনে চোট সমস্যায় ভুগেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

তামিমের চোট পুরোনো। পিঠের ব্যথার জন্য তিনি খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। ব্যথা কমে যাওয়ার পর শুরু করেন ব্যাটিং অনুশীলন। বৃহস্পতিবার আবার তাকে কিছুটা ভুগতে দেখা গেল।

এদিন ব্যাটিং অনুশীলন ঠিকঠাক করলেও ফিল্ডিং অনুশীলনের সময় পিঠে ব্যথায় অস্বস্তি বোধ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। পরে ফিল্ডিং অনুশীলন বাকি রেখেই চলে যান ড্রেসিং রুমে।

অন্য ওপেনার লিটনের এমনিতেই কোনো চোট সমস্যা ছিল না। এদিন থ্রোয়ারের বল খেলতে গিয়ে হাতে ব্যথা পান তিনি। এতে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ সানি ছুটে গিয়ে খতিয়ে দেন। এরপর আর ব্যাটিং চালাননি লিটন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা নাঈম শেখও একটি বলের আঘাতে হাঁটুতে চোট পান। তবে সামলে নিয়ে পরে তিনি ব্যাটিং চালিয়ে যান।

তবে দলীয় সূত্রে জানা গেছে, তামিম বা লিটনের চোট তেমন গুরুতর নয়। বিশ্রাম নিলেই আবার সতেজ হয়ে যাবেন তারা।

Pin It