নানা পেশার ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারকরা ধরা পড়লেও এবার গ্রেপ্তার হলেন এক ভুয়া মন্ত্রী।
শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শনিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাসির উদ্দিন (২৮) ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান।
রোববার দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার ও বিভিন্ন জেলার ডিসিকে ফোন করে বদলি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদবির করতেন।
“নাসির উদ্দিন সম্প্রতি রংপুর রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এক পুলিশ সদস্যের বদলির বিষয়ে তদবির করেন। কিন্তু বিষয়টি নিয়ে রংপুর রেঞ্জের ডিআইজির সন্দেহ হয়। ফলে নাসিরের ফোন নম্বর যাচাই এবং ট্র্যাকিং করা হয়।
“ফোন নম্বর থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর নাসিরের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”
তিনি জানান, নাসির উদ্দিন ‘একজন পেশাদার প্রতারক।’ ভুয়া পরিচয়ের পাশাপাশি নাসির নিজের কণ্ঠ পরিবর্তন করে প্রতারণা চালিয়ে আসছিল। প্রতারণার ঘটনায় নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় ৬টি মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির প্রতারণার কথা স্বীকার করেছে।”
নাসিরের প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।