পেশার স্বীকৃতি চান সেলফোন টেকনিশিয়ানরা

image-362386-1604754569

মোবাইল মেরামত পেশার স্বীকৃতিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সেলফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল মেরামত পেশায় নিয়োজিতরা কোনো ধরনের অপরাদের সঙ্গে যুক্ত হোক তা আমরা চাই না। আমরা সমসাময়িক আইনি জটিলতার সমাধান, পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, চলমান সংকট উত্তরণে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

সংগঠনের পাঁচ দফা দাবি হল- মোবাইল মেরামত পেশার স্বীকৃতি দেয়া, কারিগরি শিক্ষার সুযোগ দেয়া, সুস্পষ্ট কারণ ছাড়া পুলিশের হয়রানি বন্ধ করা, সুনির্দিষ্ট নীতিমালা করা এবং কার্যকরি আইএমইআই রেজিস্ট্রার সার্ভার ডেটাবেজ তৈরি করা।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান ও মহাসচিব হাজবুল আলম জুলিয়টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Pin It