পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

pop-pm-ss-samakal-5e3c1924a1460

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সকালে ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত ভ্যাটিকান সিটিতে যান এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালিতে যান।

Pin It