প্রধানমন্ত্রীর রান্না করা খাবার গেল সাকিবের বাসায়

pm-shisir-samakal-samakal-সমকাল-5e2d796875649

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক’দিন আগে তিনি বলেন, মানুষ কতটা ভালোবাসেন এখন বুঝতে পারছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতায় মুগ্ধ হলেন তিনি।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবের বাসায় রান্না করে খাবার পাঠিয়েছেন। এ নিয়ে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

তাতে সাকিব লিখেছেন, ‘আমি সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভালোবাসায় আমি সত্যিই বাকরুদ্ধ। তিনি আজ সকালে নিজের রান্না করা অত্যন্ত সুস্বাদু খাবার পাঠিয়েছেন আমাদের জন্য।’


( ক্রিকেটার সাকিব আল হাসানের বাসায় রান্না করে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।)

সাকিব আরও লিখেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আমার স্ত্রী তার প্রিয় খাবারের কথা বলেছিল। আজ সকালেই প্রধানমন্ত্রী সেগুলো রান্না করে পাঠিয়েছেন। তার এই ভালোবাসায় প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার। প্রধানমন্ত্রীর এই ভালোবাসা সারাজীবন আমার হৃদয়ে গাঁথা থাকবে। আমি সত্যিই খুব ভাগ্যবান।’

সাকিবের স্ত্রী শিশির তার সাকিব উম্মে আল হাসান নামক ফেসবুক পেজেও একই রকম এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এর চেয়ে বেশি ভাগ্যবান হওয়া যায় না। যখন মাননীয় প্রধানমন্ত্রী নিজে তার ব্যস্ত সূচি থেকে সময় বের করে নিজে আমার জন্য রান্না করে পাঠান তখন এর চেয়ে বেশি খুশি হওয়ার আর কিছু থাকতে পারে না।’


( প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যা আলাইনা।)

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আমরা যখন গতকাল (শনিবার) তার বাসায় গিয়েছিলাম, তিনি জানতে চেয়েছিলেন আমার প্রিয় খাবার কী! শুনে তিনি বলেছিলেন, নিজে রান্না করে ওই খাবার আমাকে পাঠাবেন। এটা আমার জীবনের শ্রেষ্ঠ দুপুরের ভোজ। প্রধানমন্ত্রীর এমন মনোভাব এবং ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার।’

গত বছরের অক্টোবরে সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এছাড়া আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা আছে তার। এই সময়ে সাকিব আইসিসির কিছু শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। এছাড়া দেশে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিচ্ছেন সাকিব।

Pin It