প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমিরাতের মন্ত্রী

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলগুলোতে খাদ্য প্রক্রিয়াজাকরণ খাতে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

PM-UAE-Minister

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়াম বিনতে মোহাম্মদ আলমিহরির সঙ্গে বৈঠকে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “বৈঠকে প্রধানত কৃষিখাত নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের কৃষিখাতের সাফল্য নিয়ে তিনি (মারিয়াম) খুব প্রশংসা করেছেন।”

আমিরাতের মন্ত্রী বাংলাদেশ থেকে উদ্বৃত্ত খাদ্য আমদানিতে আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা তাকে জানিয়ে সেখানে আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা করেন শেখ হাসিনা।

বাংলাদেশে কৃষিখাতের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক ফসলি জমি তিন ফসলি হয়েছে।

কৃষি গবেষণায় গুরুত্ব দিয়ে শস্য উৎপাদন বাড়িয়ে খাদ্য উদ্বৃত্তের কথাও বলেন তিনি।

আমিরাতের মন্ত্রী পায়রা গভীর সমুদ্রবন্দর উন্নয়নে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন বলে জানান প্রেস সচিব।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মেয়ে সায়মা হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন।

Pin It