প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ

New-Project-(8)-67fd1934e60f4

ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজার দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়, দীনা খালেদ জাউরুব গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বেশ পরিচিত ছিলেন। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি।

খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরাইলি বোমা আঘাত হানে। এ হামলায় জাউরুব প্রাণ হারান।

Pin It