প্রিয়াঙ্কাদের মতো দামি উপহার না পেয়ে হতাশ অভিনেত্রী

f92bf_069ff0f2d4_short

ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ারা যখন মিস ইন্ডিয়াসহ বিভিন্ন খেতাব অর্জন করেন তখন তারা নামিদামি একাধিক পুরস্কার পান।

কিন্তু মিস ইন্ডিয়া হওয়ার পরও অদিতি গোবিত্রিকর তেমন কোনো পুরস্কার পাননি। যে কারণে তিনি হতাশ। তাইতো সম্প্রতি এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস ইন্ডিয়া হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন অদিতি গোবিত্রিকর। ভারতীয় ইন্ড্রাস্ট্রিতে দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্কের কথাও তুলে ধরেন অভিনেত্রী।

মডেলিংয়ের হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন অদিতি। ২০০০ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি। অদিতি মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর শুরু করেন অভিনয়। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছেন অতিদি, করেছেন পিএইচডি।

অদিতি জানিয়েছেন- প্রিয়াঙ্কা চোপড়া, লারা এবং দিয়ারা মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার পর, প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তারা জেতেন বিভিন্ন খেতাব। তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে তাদের জয় উদযাপন করেন, কিন্তু এত কিছুর পরও তাদের মধ্যকার সম্পর্ক অটুট।

অদিতি জানান, যখন প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া বাড়ি-গাড়ির মতো দামি-দামি সব পুরস্কার পেয়েছিলেন, তখন মিস ইন্ডিয়া হিসেবে শুধুমাত্র একটি ফুলের তোড়া পেয়েছিলেন অদিতি। মজার ছলে তিনি বলেছিলেন, তিনি তাদের পুরস্কারের জন্য ঈর্ষান্বিত বোধ করেছেন।

Pin It