প্রয়াত স্বামীকে নিয়ে হেমা মালিনীর হৃদয়স্পর্শী বার্তা

1764236158-2f52a91cdf3003a3bf27e7c01e76e3f2

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর শোকস্তব্ধ গোটা ভারতের শোবিজ অঙ্গন। গেল ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান তিনি। স্বামীর মৃত্যুর পর প্রথমবার সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করলেন অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনী।

এক মর্মস্পর্শী নোটে তিনি তার জীবনসঙ্গীকে স্মরণ করেছেন। বৃহস্পতিবার এক্স-হ্যান্ডেলে ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্টে হেমা মালিনী জানান, ধর্মেন্দ্র তার কাছে ছিলেন সবকিছু। এই প্রিয় মানুষটির উপস্থিতিই তার জীবন গঠন করেছে।

প্রবীণ এই অভিনেত্রী ধর্মেন্দ্রর একটি ছবির সঙ্গে লেখেন, ‘ধরম জি আমার কাছে অনেক কিছু ছিলেন। একজন প্রেমময় স্বামী, আমাদের দুই মেয়ে এশা ও আহানার আদরের বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, যেকোনো প্রয়োজনে আমার ভরসার জায়গা। আসলে তিনি আমার কাছে সবকিছু ছিলেন এবং সব সময়েই ছিলেন, ভালো-মন্দ সব সময়েই।

তিনি আরও লেখেন, তার সহজ, বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য তিনি আমার পরিবারের সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন, সবসময়ই সবার প্রতি স্নেহ ও আগ্রহ দেখাতেন। তার প্রতিভা, জনপ্রিয়তা সত্ত্বেও বিনয় এবং সর্বজনীন আবেদন তাকে এক অনন্য আইকন হিসেবে পরিচিত করেছে। যা সমস্ত কিংবদন্তিদের মধ্যে তুলনাহীন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘস্থায়ী খ্যাতি ও সাফল্য চিরকাল থাকবে।

এই ক্ষতিকে অনির্ণেয় আখ্যা দিয়েছেন হেমা মালিনী। তিনি জানিয়েছেন, তাকে ছাড়া জীবন কাটানো তার জন্য কতটা কঠিন। এই অভিনেত্রী লেখেন, আমার ব্যক্তিগত ক্ষতি অনির্ণেয় এবং যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা আমার বাকি জীবন ধরে থাকবে। বহু বছরের একসঙ্গে থাকার পর, বিশেষ মুহূর্তগুলো বারবার যাপন করার জন্য অজস্র স্মৃতি রেখে গেলেন।

Pin It