লাওস যে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল, তা প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দিয়েই প্রমাণ করেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক গোল বেশি দিয়ে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। দুই ম্যাচে ১১ গোল দিয়ে টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে দলটি। অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া গ্রুপ পর্বে একমাত্র জয় পেয়েছে তাজিকিস্তানের বিপক্ষে, ৩-০ গোলে।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচের মতো এই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে প্রথম আলো। অপর সেমিফাইনালে লাওসের প্রতিপক্ষ কিরগিজস্তান। এই ম্যাচটি হবে ২৯ এপ্রিল।