ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

bf2d98a957ddda699dad6b3472ff3bb5-5cc4955f60485
অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর লাওস-কিরগিজস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
ধারণাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। গ্রুপের প্রথম ম্যাচের শক্তিমত্তা দেখে ধরেই নেওয়া হয়েছিল ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হবে লাওস। হয়েছেও তা–ই। আজ তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা। এর আগে মঙ্গোলিয়ার বিপক্ষে তাজিকিস্তান হেরেছিল ৩-০ গোলে। টানা দুই হারে তাজিকিস্তানের বিদায়ে গ্রুপ রানার্সআপ হয়েছে মঙ্গোলিয়া। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মঙ্গোলিয়াকেই।

লাওস যে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল, তা প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দিয়েই প্রমাণ করেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক গোল বেশি দিয়ে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। দুই ম্যাচে ১১ গোল দিয়ে টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে দলটি। অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া গ্রুপ পর্বে একমাত্র জয় পেয়েছে তাজিকিস্তানের বিপক্ষে, ৩-০ গোলে।

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচের মতো এই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে প্রথম আলো। অপর সেমিফাইনালে লাওসের প্রতিপক্ষ কিরগিজস্তান। এই ম্যাচটি হবে ২৯ এপ্রিল।

Pin It