ঋণ কেলেঙ্কারি ও নিয়োগ বাণিজ্যের কারণে আলোচিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা’ রাখা হয়েছে। ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ব্যাংকটি এখন থেকে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ নামে পরিচিত হবে।
বুধবার এ বিষয়ে সার্কুলার জারি করে সব ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু বলেন, সব কিছু নতুন আঙ্গিকে শুরু করার লক্ষ্যে নাম পরিবর্তন করা হয়েছে। পঙ্কিল আবর্জনা এক পাশে রেখে ভালো ব্যাংক তৈরির লক্ষ্যে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, ফারমার্স নামটি লাখ লাখ গ্রাহকের আস্থার জায়গা নষ্ট করেছে। ভালো ব্যাংকের জন্য একটা ভালো নাম দরকার। যে কারণে ফারমার্স নামটি আর স্মরণে রাখতে চাই না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ২০১৩ সালে কার্যক্রম শুরু করে ফারমার্স ব্যাংক। তবে বিভিন্ন অনিয়ম করে ঋণ বিতরণের ফলে ২০১৭ সালে এসে চরম তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। গ্রাহকের জমানো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে অনেক আমানতকারী দ্বারস্থ হন কেন্দ্রীয় ব্যাংকে।
এরকম পরিস্থিতিতে বিভিন্ন প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ২০১৭ সালের ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে বাধ্য হন মহীউদ্দীন খান আলমগীর। একই দিন পদত্যাগ করেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৎকালীন অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতী।
এর পর ওই বছরের ১৯ ডিসেম্বর একেএম শামীমকে এমডি পদ থেকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন চৌধুরী নাফিজ শারাফত। নতুন করে ব্যাংকটিতে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও আইসিবি বিনিয়োগ করেছে। যদিও আগের অনিয়মের প্রভাবে ব্যাংকটির পাঁচ হাজার ৩১১ কোটি টাকা ঋণের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ৭১ কোটি টাকা বা ৫৭ দশমিক ৮২ শতাংশ ঋণখেলাপি।
পদ্মা নামেই এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে সব ধরনের রিপোর্ট পাঠাবে ব্যাংকটি। দেশি-বিদেশি সব ব্যাংকের সঙ্গে নতুন নামে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারটি সব ব্যাংকের এমডিদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’-এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।