ফিনল্যান্ডে স্থানীয় সরকার নির্বাচনে সিটি কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি।
রোববার দেশজুড়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মবিন মোহাম্মদ দেশটির ন্যাশনাল কোয়ালিশন পার্টি থেকে প্রথমবারের মতো নমিনেশন পেয়ে এস্পো সিটির কাউন্সিল পরিষদের সদস্য হলেন।
মবিনের দেশের বাড়ি কুমিল্লায়, তিনি ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় স্থানীয় সব প্রবাসী ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মবিন।
( মবিন মোহাম্মদ )
এদিকে মবিন ডেপুটি কাউন্সিলার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম খান শাকিল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব, যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক মুস্তাক খান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, অস্ট্রিয়া বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান ও বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন।