চন্দ্রযান ২ এর ব্যর্থতার পর ফের চন্দ্রাভিযানে যাবে ভারত। অদূর ভবিষ্যতে আবারও চাঁদে সফট ল্যান্ডিং করার প্রচেষ্টা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর চেয়ারম্যান কে শিবন একথা জানিয়েছেন। আইআইটি দিল্লীর সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আগামী কয়েক মাসে বেশ কিছু আধুনিক প্রযুক্তির উপগ্রহ লঞ্চ করা হবে। খবর এনডিটিভির।
বক্তব্যে কে শিবন বলেন, ‘আপনারা সকলেই চন্দ্রযান ২ মিশন সম্পর্কে জানেন। টেকনোলজির দিক দিয়ে বলতে গেলে আমরা সফট ল্যান্ডিং করতে পারিনি। কিন্তু সমস্ত সিস্টেম চন্দ্রপৃষ্ঠের ৩০০ মিটার উপর পর্যন্ত ঠিকঠাক কাজ করেছে। সব কিছু ঠিক করে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।’
তিনি দাবি করেন, ইসরো সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে চাঁদে সফট ল্যান্ডিং করবে।
তিনি আরও বলেন, ‘চন্দ্রযান ২-তেই গল্প শেষ হচ্ছে না। আমাদের আদিত্য এল১ সোলার মিশনের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসে বেশ কিছু আধুনিক প্রযুক্তির উপগ্রহ লঞ্চ করা হবে। এসএসএলভি আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যাত্রা শুরু করবে। ২০০ টন সেমি-ক্রায়ো ইঞ্জিনের পরীক্ষাও শিগগিরি করা হবে। মোবাইল ফোনে এনএভিআইসি সিগন্যাল নিয়েও বিশেষ গবেষণা করতে চলেছে ইসরো। এর ফলে আগামী দিনে সামাজিক পরিষেবার অ্যাপের সংখ্যা বাড়ানোর পথ খুলে যাবে।’