বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার সংস্করণে ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও চেঞ্জমেকারের তালিকায় উঠে এলেন দুই বাংলাদেশি নারী। তারা হলেন- রাবা খান ও ইশরাত করিম। বৃহস্পতিবার ফোর্বস ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।
রাবা খান সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও অনলাইনে প্রকাশ করে খ্যাতি অর্জন করেছেন। অন্যদিকে ইশরাত করিম আমাল ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র মানুষের সহায়তায় নানা কাজ করেন।
ম্যাগাজিনটিতে রাবা খানকে ‘এন্টারটেইনার’ হিসেবে পরিচয় দেওয়া হয়। আর ইশরাত করিম সম্পর্কে বলা হয়, তিনি বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে যৌথ উদ্যোগে আমাল ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন। এই ফাউন্ডেশন বাল্য বিবাহ, নারী নির্যাতন, বিধবা নারী সহ পিছিয়ে পড়াদের উন্নয়নে কাজ করেন।
ফোর্বস নিয়মিত বিশ্বের বিভিন্ন অঞ্চলের ধনী, প্রভাবশালী, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোক্তার তালিকা প্রকাশ করে। এ নিয়ে তারা পঞ্চমবারের মতো ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করল।