প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে কার্যত অচল বিশ্ব। ঘরবন্দী বিশ্বের কোটি কোটি মানুষ। এতে ব্যতিক্রম নয় ভারতের মুম্বাই শহরও। তবে শহরটিতে মানুষের জীবনের ছন্দপতন ঘটলেও হাজার হাজার ফ্লেমিংগো পাখির বিচরণে হ্রদ ও জলাভূমিগুলো হয়ে উঠেছে গোলাপী বর্ণের সমারোহ।
ভারতের অতিথি পাখিদের মধ্যে অন্যতম ফ্লেমিংগো। প্রতি বছর তারা প্রজনন ক্রিয়ার পর দক্ষিণ এবং পশ্চিম ভারতের উপকূলীর অঞ্চলে আসে। তবে এবারে বিপুল সংখ্যায় আসার ঘটনা বিরল। এর আগে কখনো একসঙ্গে এত ফ্লেমিংগো পাখি ভারতে দেখা যায় নি।
মুম্বাইয়ে যানবাহন ও মানুষের পদচারণা বন্ধ থাকায় বায়ু দূষণ অনেকাংশেই কমে গেছে। খালি আকাশ, নিস্তব্ধ রাস্তাঘাট পাখিগুলোর জীবনকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
করোনায় মানব জীবনে ব্যাঘাত ঘটলেও লকডাউনের এই সুযোগকে কাজে লাগিয়েই প্রকৃতি যেন ফিরে গেছে তার আগের ঠিকানায়।
বিশ্বের নানা জায়গায় ঘটেছে উল্লেখযোগ্য কিছু ঘটনা। এর মধ্যে প্যারিসের রাস্তায় হাঁসের অবাধ বিচরণ, জাপানের শহুরে হরিণ, চিলির পুমাস,দুবাইয়ের ময়ূর, কর্সিকার সমুদ্র সৈকতে বসে থাকা গরু এবং ওয়েলশ শহর ল্যান্ডুডনোতে পাহাড়ী ছাগলদের শহরের পথ ধরে ঘুরে বেড়াতে দেখা গেছে। সূত্র: স্কাই নিউজ।