বঙ্গবন্ধুর জীবনাদর্শ অবলম্বনে ৫টি চলচ্চিত্রের মহরত

mohorot-5d96218360695

বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ অবলম্বনে পাঁচটি ইতিহাসভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরত করেছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চলচ্চিত্রগুলোর মহরত অনুষ্ঠিত হয়।

মহরত হওয়া চলচ্চিত্রগুলো হলো- ‘বঙ্গবন্ধু মাই লিডার মাই লাইফ’, ‘মুজিবুর রহমান’, ‘মুজিবের ছোঁয়া’, ‘মুজিব আদর্শ’ এবং ‘আমিই মুজিব’।

আসাফোর সভাপতি শেখ শাহিনুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আসাফোর সহসভাপতি পলাশ ঠাকুর, আরিফুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান রোমেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খান মুহাম্মদ তোহা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম চপল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাফোর সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু খান, মুখপাত্র মো. মুজিবুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক ফারজানা শারমীন লোপা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর মুজিববর্ষ উপলক্ষে চলচ্চিত্রগুলোর মহরত সঠিক সময়ে হয়েছে। ওই চলচ্চিত্রগুলো প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে প্রচারের বিষয়ে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। এ সময় তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আসাফোর বঞ্চিত সদস্যদের কাজের সুযোগ দেওয়ার বিষয়ে সহযোগিতা করারও আশ্বাস দেন।

Pin It