শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশ গড়ার মহান ব্রত নিয়ে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কাজ সমাপ্ত করে যেতে পারেননি। তার সেসব স্বপ্ন পূরণে তোমাদের কাছ করতে হবে।’
রোববার চট্টগ্রামের বেসরকারি পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে দ্রুত বিকাশমান দেশের পাশাপাশি একদিন শক্তিশালী অর্থনীতির দেশ হবে। ২০২১ সালে ২৮তম ও ২০৪১ সালে ২৩তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞাননির্ভর অর্থনীতির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের মহাসড়কে বিশ্বে পরিচিতি লাভ করেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, পোর্টসিটি বিশ্ববিদ্যালয়কে আমরা চট্টগ্রামে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তবে শিক্ষার্থীদের সবার আগে দেশকে ভালোবাসতে হবে। তাদের মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, জ্ঞাননির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের দিনে জ্ঞান ছাড়া এক পাও সামনে এগিয়ে যাওয়া যাবে না।
সমাবর্তন অনুষ্ঠানে পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের ১৩টি প্রোগ্রাম থেকে পাস করা দুই হাজার ৮৮ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া সাতজন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ১২ জনকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্ণপদক প্রদান করা হয়।
এর আগে এদিন সকালে শিক্ষামন্ত্রী চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।