বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেট: জয় পেয়েছে নীল দল

image-227300-1615034620

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। শনিবার ( ৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলসহ অন্যান্যরা। বাংলাদেশের নারী ক্রিকেটাররা তিনটি দলে ভাগ হয়ে অংশ নিচ্ছে গেমসের ক্রিকেট ইভেন্টে পদক জয়ের লড়াইয়ে।

সিলেটে একপেশে লড়াইয়ে বড় জয় পেয়েছে সালমা খাতুনের দল। তার নেতৃত্বাধীন বাংলাদেশ নীল দল ১০ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ লাল দলকে। দুরন্ত বোলিংয়ে ম্যাচটা নিজের করে নিয়েছেন উদীয়মান পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। বাঁহাতি এ পেসার ১৪ রানে নিয়েছেন ৬ উইকেট। ১০ ওভারে একটি মেডেনও রয়েছে। তার বোলিং তোপেই ধসে গেছে রেড দলের ব্যাটিং লাইন। নিগার সুলতানার দল ২৮.১ ওভারে ৬৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে জিন্নাত অর্থি সর্বোচ্চ ২১, রুবাইয়া হায়দার ঝিলিক ১০ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ব্লু দলের সালমা ২টি, জাহানারা ও সোবহানা মোস্তারি ১টি করে উইকেট নেন।

ওয়ানডে ম্যাচে এত কম টার্গেট পেয়ে নির্ভার ছিল ব্লু দল। দুই ওপেনার শামীমা সুলতানা, মুর্শিদা খাতুনই ম্যাচ শেষ করে ফিরেছেন। ১৫.৫ ওভারে বিনা উইকেটে ৬৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ব্লু দল। শামীমা অপরাজিত ৩১, মুর্শিদা অপরাজিত ২৫ রান করেন। বল হাতে আগুণ ঝরানো ফারিহা ইসলাম তৃষ্ণা ম্যাচ সেরা হন।

গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ম্যাচ দিয়েই করোনার ধাক্কায় পড়া এক বছর বিরতির পর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। গত বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন জাহানারা আলমরা। গেমসের ম্যাচগুলোর পর আগামী মাসে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে নারী দল।

Pin It