যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার পর পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব প্রতিযোগিতা স্থগিত করা হয়। সেই তালিকায় যোগ হলো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও।
ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনার পর সোমবার (১৬ মার্চ) বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিসিডিএম-এর কর্মকর্তারা। সেখানেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন নাজমুল হাসান পাপন। ১৮ এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মোট ৬টি ম্যাচ। করোনা ভাইরাসের কারণে ওই দুইদিনের খেলা স্থগিতের ঘোষণা দিলো বিসিবি।
স্বাস্থ্য এবং জননিরাপত্তা সম্পর্কিত পরামর্শগুলো মেনে চলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।