বন্যায় মৃত্যু ৭৫ জনের, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ

দেশের ২৮ জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ লাখ মানুষ। আর বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭৫ জনের।

enamur-rahman-5d3d622900758

সচিবালয়ে রোববার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, দেশের ২৮টি জেলা, ১৬৩টি উপজেলা, ৪৯টি পৌরসভা ও ৯৬১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছয় হাজার ৫৩টি এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৩৩ হাজার ৭৩৫টি।

প্রতিমন্ত্রী জানান, আট হাজার ২০০ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া বন্যায় ৪৫টি গবাদিপশু ও ২২ হাজার ৩৩৯টি হাঁসমুরগি মারা গেছে।

বন্যাকবলিতদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে এনামুর রহমান বলেন, ‘আক্রান্ত সবাই ত্রাণ চান না। বেশিরভাগই বাঁধ ও রাস্তা নির্মাণ এবং দুর্যোগসহনীয় বাংলাদেশ চান। যারা ত্রাণ চান, তারা দরিদ্র। তাদের ত্রাণ দেওয়া হচ্ছে। কাজেই বন্যায় সবাই ত্রাণ পান না, এমন অভিযোগ সঠিক নয়।’

বন্যা দীর্ঘায়িত হলেও ভয়ের কোনো কারণ নেই– উল্লেখ করে করে তিনি জানান, প্রতিটি জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে।

Pin It