নভেল করোনাইভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীঅ বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করার পর এখন আইসিইউতে নেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে এই খবর আসে।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ না দেখে রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান লিখেছে, “বরিস জনসনকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
“তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটুকু জানা গেছে, তিনি সচেতন রয়েছেন, তবে তার যদি ভেন্টিলেটরের প্রয়োজন দেখা দেয়, তা দেওয়ার জন্যই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।”