বহুমুখী সহযোগিতা জোরদারে ঢাকা-দিল্লি ৪ সমঝোতা

jcc-5c5d99b95f81c

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতাকে জোরদার করার লক্ষ্যে দেশ দু’টির মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে সমঝোতা স্মারকগুলো সই হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। খবর বাসসের

বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দুইদেশের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতাকে আরও জোরদার করতে দেশ দুটি চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সই হওয়া সমঝোতা স্মারকগুলো হচ্ছে– বাংলাদেশের ১ হাজার ৮০০ জন মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ, মেডিসিন প্ল্যান্টের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভারতের ‘আয়ুস’-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) মধ্যে সহযোগিতা এবং বাগেরহাটের মংলায় ভারতীয় অর্থনৈতিক এলাকায় বিনিয়োগের লক্ষ্যে হিরানান্দানি গ্রুপ ও বাংলাদেশের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা।

Pin It