বাংলাদেশের পোশাক শিল্পকে সহায়তা করুন

Untitled-27-samakal-5ea87a7f5c24b

বাংলাদেশের পোশাক খাত ও এর সঙ্গে সংশ্নিষ্ট শ্রমিকদের সহায়তা দিতে ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাককে চিঠি দিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। গত ২৩ এপ্রিল পাঠানো ‘বৈশ্বিক বাণিজ্যের ওপর করোনাভাইরাসের প্রভাব’ শীর্ষক ওই চিঠিতে রুশনারা আলী লিখেছেন, বাংলাদেশের পোশাক শিল্পের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে। এই খাতের শ্রমিকদের সহায়তা করা আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর নৈতিক দায়িত্ব। খবর ইউএনবির।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘করোনাভাইরাস মহামারি বিশ্বকে পাল্টে দেবে। লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। এই সংকটের কারণে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব এক নজিরবিহীন গতিতে পরিবর্তিত হচ্ছে।’

চিঠিতে ব্রিটিশ অর্থমন্ত্রীকে রুশনারা লেখেন, ‘আপনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে একমত হবেন যে, কভিড-১৯ পুরো মানবতার জন্যই এক ভীতিকর বিপদ। সুতরাং, পুরো মানবতাকে এর বিরুদ্ধে লড়তে হবে। এ ভাইরাস আন্তর্জাতিক সীমান্তের পরোয়া করে না। তাই সবচেয়ে দুর্বল দেশগুলোর সুরক্ষায় কাজ করতে হবে সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে। এটিই আমাদের অভিন্ন স্বার্থ। আমাদের বৈশ্বিকভাবে সক্রিয় হতে হবে, যেন আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারি।’

চিঠিতে বাংলাদেশের পোশাক শিল্পের প্রসঙ্গ তুলে এই এমপি বলেন, ‘চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশটির রপ্তানির ৮০ শতাংশই এই খাত থেকে হয়। ‘ফোর্স ম্যাজিউর’ বিধান প্রয়োগ করে ইতোমধ্যে পশ্চিমা কোম্পানিগুলো বাংলাদেশের কারখানা থেকে ক্রয়াদেশ বাতিল করেছে। এখন পর্যন্ত ৩৭০ কোটি ডলার মূল্যের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এর মধ্যে ২৪০ কোটি পাউন্ড বা ৩০০ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল করেছে ব্রিটিশ খুচরা বিক্রেতা কোম্পানিগুলো। এর ফলে শ্রমিকরা তাদের একমাত্র আয়ের উৎসও হারাচ্ছে। ক্ষুধার ঝুঁকিতে পড়ছে তারা ও তাদের পরিবার।’

Pin It