এবার বাংলাদেশে মিলল ভারতীয় ভ্যারিয়্যান্ট। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে এক নমুনা পরীক্ষায় পাশের দেশ ভারতে তান্ডব চালিয়ে যাওয়া এই ভ্যারিয়্যান্টের অস্তিত্ব মিলেছে।
আজ শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া এক স্যাম্পল পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়।
ভারতে আজও মৃত্যুর হিসেবে রেকর্ড হয়েছে। করোনাভাইরাসে একদিনে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। আর আক্রান্ত হয়েছে চার লাখ এক হাজারের বেশি মানুষ।