বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নেই: আবুল বারকাত

abul-barkat-5e231bb63ff74

বিশ্বব্যাংক ভেবেছিল পদ্মা সেতুর টাকা না দিলে শেখ হাসিনা সরকার আসতে পারবে না। ঘটনা উল্টো ঘটে গেছে। বঙ্গবন্ধু সেতুর ৫০ শতাংশ কাজ হয়ে গেছে। বাংলাদেশ প্রমাণ করেছে, ভিক্ষুকের দেশ আর নেই। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কোনো কোনো মাপকাঠিতে ২০টি শক্তিশালী দেশের মধ্যে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনারে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তিনটি পর্বে অর্থনীতি সমিতি এবং অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইবির অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদের সভাপতিত্বে সেমিনারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা।

এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ৭০ জন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেমিনারটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া।

Pin It