বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি

windies-bangladesh-270622-01

রাত ভর হয়েছে বৃষ্টি। সকালেও ছিল অনেকটা সময়। কিন্তু পরে বৃষ্টি কমলেও মাঠ ভেজা থাকায় ভেস্তে গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া টেস্টের প্রথম সেশন।

ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ম্যাচের চতুর্থ দিন সকালে একটি বলও খেলা সম্ভব হয়নি। উইকেট থেকে কাভার সরিয়ে ফেলা হয়েছে অনেক আগেই। চলছে মাঠ প্রস্তুতের কাজ।

এরই মধ্যে মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা। আরেক দফা মাঠ পরিদর্শনে নামবেন তারা স্থানীয় সময় বেলা একটায়।

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে তাদের রান ৬ উইকেটে ১৩২ রান। নুরুল হাসান সোহান ১ চারে ১৪ বলে খেলছেন ১৬ রানে। ১৩ বল খেলেও রানের দেখা পাননি মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজকে আবার ব‍্যাটিংয়ে পাঠাতে এখনও সফরকারীদের চাই ৪২ রান। ইনিংস ব‍্যবধানে হার এড়াতে এই দুই জনই বাংলাদেশের শেষ ভরসা।

Pin It