বিশ্বকাপ শেষ করে টাইগাররা দেশে ফিরেছেন। ইতিমধ্যে শ্রীলঙ্কা সফরের সূচি চড়ান্ত হয়ে গেছে। এবার লঙ্কা সফরের কেবল তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দুই বোর্ডের সম্মতির পর সূচি চূড়ান্তের কথা জানায়। কলম্বোয় চার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সফর চূড়ান্ত করতে সময় নিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। শ্রীলঙ্কার দেওয়া নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে তাতে ইতিবাচক সায় দেয় বিসিবি।
সূচি অনুযায়ী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রীর। সফর শেষ করে ১ দেশের উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা।
এফটিপি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের শেষদিকে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপের পরপরই সফরের প্রস্তাব করে। বছরের শেষদিকে বিপিএল থাকায় শ্রীলঙ্কার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে রাজি হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।