ভারতের কাছে হেরে সেমি-ফাইনাল স্বপ্নের সমাধি

 ==================================================================================================

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩২ ওভারে ১৭২/৪(ভারত ৩১৪/৯)

শর্ট বলে আউট লিটন

হার্দিক পান্ডিয়ার শর্ট বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন লিটন দাস। ভাঙল আরেকটি সম্ভাবনাময় জুটি।

দাপুটে ব্যাটিংয়ে সাকিবের ফিফটি

বড় রান তাড়ায় বাংলাদেশকে টানছেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার তুলে নিয়েছেন আসরে চতুর্থ ফিফটি, আছে দুটি সেঞ্চুরিও।

৫৮ বলে ক্যারিয়ারের ৪৬তম ফিফটি তুলে নেন সাকিব। এই সময়ে বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছেন পাঁচটি চার।

২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৪৭/৩। সাকিব ৫০ ও লিটন দাস ১৪ রানে ব্যাট করছেন।

মুশফিককে থামালেন চেহেল

দুই ওপেনারের পর মুশফিকুর রহিমও ফিরলেন থিতু হয়ে। মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসাকে ফিরিয়ে ৪৭ রানের জুটি ভাঙলেন যুজবেন্দ্র চেহেল।

লেগ স্পিনারের বল সুইপ করতে গিয়ে মাটিতে রাখতে পারেননি মুশফিক। মিডউইকেটে সহজ ক্যাচ মুঠোয় জমান মোহাম্মদ শামি।

২৩ বলে তিন চারে ২৪ রান করেন মুশফিক। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস।

থিতু হয়ে আউট সৌম্য

তামিম ইকবালের মতো থিতু হয়ে ফিরলেন অন্য ওপেনার সৌম্য সরকার। আলগা শটে উইকেট ছুড়ে এলেন বাঁহাতি এই ওপেনার।

হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট বল যে কোনো জায়গায় পাঠাতে পারতেন সৌম্য। বাজে বলটি কাজে লাগাতে পারেননি তিনি। উল্টো এক্সট্রা কাভারে ক্যাচ দিলেন বিরাট কোহলিকে। ভাঙল ৩৫ রানের জুটি।

৩৮ বলে চারটি চারে ৩৩ রান রান করেন সৌম্য। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৫/২। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম।

বোল্ড হয়ে ফিরলেন তামিম

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরে গেলেন বাঁহাতি এই ওপেনার।

একটু নিচু হয়ে যাওয়া বল ঠিক মতো খেলতে পারেননি তামিম। ব্যাটের নিচের দিকে লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

১০ ওভার শেষে স্কোর ৪০/১। এক ম্যাচ পর ওপেনিংয়ে ফেরা সৌম্য সরকার ১৬ ও দারুণ ছন্দে থাকা সাকিব আল হাসান ১ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের সামনে ৩১৫ রানের লক্ষ্য

Pin It