বাইডেন জয়ী হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণ কী হবে?

image-353926-1602434997

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা থেকে আমেরিকাকে সরিয়ে নিলেও ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি চান জো বাইডেন।

পাঁচ বিশ্বশক্তি ও জার্মানি- মোট ছয়জাতির সঙ্গে ইরানের করা পারমাণবিক সমঝোতা চুক্তির থেকেও ভালো একটি চুক্তি ইরানের সঙ্গে করার পক্ষে তিনি।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। নির্বাচিত হলে ইরানকে পরমাণু আলোচনার টেবিলে ফিরিয়ে আনবেন- এমন বক্তব্য বাইডেন আগেও অনেকবার দিয়েছেন।

এদিকে আসন্ন মার্কিন নির্বাচনে সবাই ডোনাল্ড ট্রাম্পের হার চাইলেও আফগানিস্তানের তালেবান চাইছে তার জয়।

তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ শুক্রবার সিবিএস নিউজের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আশা করছি ট্রাম্প আবারও বিজয়ী হবে এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেবেন।’

মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হওয়ায় তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এ আফগান গোষ্ঠী।

Pin It