বাঙালি তরুণীর প্রেমের টানে চট্টগ্রামে ব্রিটিশ যুবক

mukta-marriage-5e06264a9d771

বাঙালি যুবকের প্রেমের টানে বিদেশি ললনার বাংলাদেশে ছুটে আসার খবর প্রায় সময়ই শোনা যায়। তবে বাঙালি ললনার টানে বিদেশি যুবকের ছুটে আসার ঘটনা খুব একটা ঘটে না। তা-ও আবার ব্রিটিশ যুবক। তবে চট্টগ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে।

ব্রিটিশ নাগরিক গ্রাহাম স্টুয়ার্ট ছুটে এসেছেন চট্টগ্রামের মেয়ে ব্যারিস্টার মুক্তার টানে। আর এসেই বাঙালি রীতিতে বিয়ে করেছেন মুক্তাকে। বিয়ের আসরে ব্রিটিশ জামাইকে নিয়ে মুক্তার আত্মীয়-স্বজনদের কৌতুহলের শেষ নেই। মুক্তা বাংলাদেশি একটি বেসরকারি টেলিভিশনের লন্ডন প্রতিনিধি সোয়েব কবিরের ছোট বোন।

লন্ডনে লেখাপড়ার সময় সময় গ্রাহামের সঙ্গে পরিচয় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হুমায়ুন কবির হেলালীর মেয়ে ফেরদৌসী কবির মুক্তার। এরপর মন দেওয়া-নেওয়া। এক সময় বিয়ের প্রস্তাব দেন গ্রাহাম। কিন্তু মুক্তা তার প্রিয় মানুষকে নিজের সীমাবদ্ধতার কথা জানান। গ্রাহামকে মুক্ত ধর্মীয় পরিচয়, বাঙালী রীতি-নীতি ও পিতা-মাতার মতামতের কথা জানান। পরে মুক্তার সব কথাই মেনে নেন গ্রাহাম। শেষ পর্যন্ত প্রেমের পরিণতি বিয়ে পর্যন্ত গড়াতে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে ছুটে আসেন গ্রাহাম। বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হয়। শুক্রবার নগরীর রীমা কনভেনশন কমিউনিটি সেন্টারে কনের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গ্রাহাম স্টুয়ার্ট নিজের নাম পরিবর্তন করেন। তার নতুন নাম এখন সাইমন কবির।

মুক্তার গ্রামের বাড়ি সন্দ্বীপে হলেও তারা নগরীর লাভলেইন এলাকায় থাকেন। গ্রাহাম দেশে আসার পর থেকে মুক্তার লাভলেইনের বাসায় থাকছেন। রোববার মুক্তাকে নিয়ে লন্ডনে পাড়ি জমাবেন গ্রাহাম স্টুয়ার্ট ওরফে সাইমন কবির।

মুক্তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান মুক্তা। সেখানেই গ্রাহামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। ইতিমধ্যেই বার-এট ল’ পাশ করেছেন মুক্তা। গ্রাহামের সঙ্গে পাকাপাকিভাবে লন্ডনে থাকবেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দেওয়া সাংবাদিক সরোয়ার আমিন বাবু জানিয়েছেন, ‘সাধারণত প্রেমের টানে বিদেশি মেয়েদের দেশে আসতে দেখা যায়। কিন্তু মেয়ের টানে বাংলাদেশে এসেছেন বিদেশি যুবক। সত্যিই এটা একটা ব্যতিক্রম ঘটনা।’

তিনি জানিয়েছেন, একটি বেসরকারি টেলিভিশনের লন্ডন প্রতিনিধি সোয়েব কবিরের ছোট বোন মুক্তার সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে বাংলাদেশে এসেছেন গ্রাহাম স্টুয়ার্ট। বাঙালি ও ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। কনের আত্মীয়-স্বজন ছাড়াও বিশিষ্ট লোকজন আমন্ত্রিত হয়ে বিয়েতে অংশগ্রহণ করেছেন। চলেছে নানা পদের খাবারে ভুড়িভোজও।

Pin It