বাজুসের নেতৃত্বে দোলন-দিলীপ

Bajus-Leaders-01

বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুসের নির্বাচনে সভাপতি পদে এনামুল হক খান দোলন ও সাধারণ সম্পাদক পদে দিলীপ কুমার আগরওয়ালা বিজয়ী হয়েছেন।

আগামী দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব দেবেন তারা। দিলীপ বিদায়ী কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন। আর দোলন তার আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বাদল-গুলজার পরিষদকে হারিয়ে পূর্ণ প্যানেলে জয়লাভ করে দোলন-দিলীপ সম্মিলিত ব্যবসায়িক পরিষদ।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ঢাকাসহ সারা দেশে ভোটার সংখ্যা ছিল ৬৬৬ জন।

সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে মোট ৫৫৪টি ভোট পড়েছে। এর মধ্যে ৪১০টি ভোট পেয়ে তাদের ৩৫ সদস্যের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।

বিদায়ী কমিটির সভাপতি গঙ্গা চরণ মালাকার এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার জায়গায় সভাপতি হয়েছেন গোল্ড হাউজের স্বত্ত্বাধিকারি এনামুল হক খান দোলন।

অপর প্যানেলের সভাপতি পদে জারওয়া হাউজের বাদল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পদে আপন জুয়েলার্সের গুলজার আহমেদ তাদের প্যানেলসহ হেরেছেন।

Pin It