ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মেয়াদ আরো দুই দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে গত শুক্র ও শনিবার বন্ধ ছিল বাণিজ্য মেলা। ফলেমেলার সময় বাড়িয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।