সময়টা অনলাইনেরর বলে টিভি চ্যানেলের বাইরে এখন অনলাইন ভিত্তিক প্লাটফর্মগুলোর জন্য নির্মিত হচ্ছে নাটক, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নানা বিনোদনভিত্তিক অনুষ্ঠান। এই অনলাইন প্লাটফর্মের নতুন ট্রেন্ড হচ্ছে ‘ওয়েব সিরিজ’ । বিশ্বের অন্যান্য দেশে এই ওয়েব সিরিজের জোয়ার শুরু হয়েছে আগেই। বাংলাদেশে শুরু হয়েছে সম্প্রতি।
ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছর এই ওয়েব সিরজই রাজত্ব করবে শোবিজ অঙ্গনে। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত ‘জার্নি’ নামে একটি ওয়েব সিরিজে শুটিং করতে ইন্দোনেশিয়া বালিতে উড়াল দিয়েছেন বিপাশা কবির, আঁচল ও অ্যানি খান।
ছয় বন্ধুর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। আরও অভিনয় করছেন ইমতু রাশিদ ,সানজু জন,পাপিয়াসহ আরও অনেকে। বালির মনোরোম লোকেশনে হচ্ছে শুটিং। বেশকিছু মনোরম লোকেশনে এর কাজ চলছে।আশা করি, কাজটি দর্শক পছন্দ করবেন। এতে প্রথমবারের মতো ফ্যাশান ডিজাইনারের চরিত্রে বিপাশা কবির অভিনয় করছেন বলে প্রতিবেদককে জানান তিনি।