বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ নয়: প্রতিমন্ত্রী

gas-stove-5cc0a49cb7020

আগামীতে বাসা-বাড়িতে নতুন করে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। খবর ইউএনবির

নসরুল হামিদ বলেন, ‘এ বিষয়ে সংসদ সদস্যরা বার বার প্রশ্ন (আমাকে) করেন। আমি পরিষ্কারভাবে বলছি, এখন থেকে আর কোনো বাসা-বাড়িতে নতুন গ্যাসের সংযোগ দেয়া হবে না।’

তিনি বলেন, গ্যাস দেয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের কিছু অসাধু মানুষের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে। সরকার বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অপচয় রোধকল্পে নানামুখি কার্যক্রম গ্রহণ করেছে।’

তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার ও অপচয় রোধে মন্ত্রণালয় পাঁচটি পদক্ষেপ নিয়েছে। এগুলো হচ্ছে– অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে টাস্কর্ফোস গঠন ও ঝটিকা অভিযান, পোস্টপেইড মিটার পরিবর্তন করে ডিজিটাল ও প্রি-পেইড অথবা স্মার্ট মিটার স্থাপন, অপচয় রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ সপ্তাহ, বিদ্যুৎ মেলা, স্কাউট ক্যাম্প আয়োজন এবং বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা।

Pin It