একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগ দেবেন না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটির উদ্যোগে ‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক প্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি তার দলের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপির নির্বাচিত ছয়জনের সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ সংসদে না যাওয়ার বিষয়ে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত সদস্যরা শপথ নেবেন না– এটা তাদেরকে জানিয়ে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত রয়েছে।
তিনি বলেন, এই সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির নেতারা নিয়েছেন। সুতরাং এখান থেকে ফিরে যাওয়ার বা কেনো পরিবর্তনের প্রশ্নই ওঠে না। এই বিষয়টা এখানেই নিষ্পত্তি হয়ে যাওয়া দরকার।
এছাড়া ‘সংকীর্ণমনা’ ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে কোনো রকমের সহনশীলতা, কোনো রকমের রাজনৈতিক শিষ্টাচার প্রত্যাশাও করা উচিত নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ব্যারিস্টার মওদুদ বলেন, আজকে আওয়ামী লীগের দুর্বিচার, নির্যাতন ও অত্যাচারের কারণেই বিএনপি আগামী শত বছর রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে। লাখ-লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ভুলে যাবে না। তাদের আত্মীয়-স্বজন, ভাই-বোন, ছেলে-মেয়েরা কখনো এটা ভুলবে না। কোটি কোটি মানুষ– তারা নীরব থাকতে পারে, কিন্তু বিএনপিকে একেবারে স্থায়ীভাবে মজবুত করে দিয়েছে আওয়ামী লীগের এই শাসন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বক্তব্য দেন।
শিক্ষাবিদ অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, কৃষিবিদ জিকে মোস্তাফিজুর রহমান, বিএনপির শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, গৌতম চক্রবর্তী, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, শফিউল বারী বাবু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।