বিএনপির বড় নেতারা রাজনীতির মাঠের কাক: হাছান মাহমুদ

hassan-mahmud-5c791592f27dc

বিএনপির বড় বড় নেতাদের ‘রাজনীতির মাঠের কাক’ আখ্যায়িতক করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খাবারের উচ্ছিষ্ট বিলিয়ে দিলে যেমন অনেক কাক চলে আসে খাওয়ার জন্য, তেমনি জিয়াউর রহমানও ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন। আজ যারা বিএনপির বড় বড় নেতা, তারা রাজনীতির মাঠের কাক। রিজভী আহমেদও তাদের একজন।’

শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক এক সেমিনার শেষে বিএনপির রিজভী আহমেদের একটি মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

একই প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিলেন। এরপর তিনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন এবং রাজনৈতিক ও রাজনীতির কাকদের সমন্বয়ে বিএনপি গঠন করেছিলেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদসহ বিএনপির সিনিয়র নেতাদের কয়েক জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন. ‘ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যই তারা বিএনপি করেছিলেন। তাদের প্রত্যেকের অতীত কিন্তু ভিন্ন। মির্জা ফখরুল ইসলামের দল ভিন্ন। মওদুদ আহমেদের দল ভিন্ন। খন্দকার মোশাররফ হোসেনের দল ভিন্ন। চট্টগ্রামের যারা নেতা তাদের দলও ভিন্ন। আমি নাম বলতে চাই না। কেউ ব্যবসা করতেন, কেউ আবার অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে রাজনীতির কাকদের নিয়ে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন সেটির নাম বিএনপি। এজন্য তারা নানা কথা বলছে।’

ডিএনসিসি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধস নামানো পরাজয়ের পর প্রকৃতপক্ষে তাদের নেতাদের ওপর কর্মীদের আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা প্রচণ্ডভাবে জনসমর্থনহীন হয়ে পড়েছে। আর মূলত সে ভয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।’

তিনি বলেন, ‘বিএনপি অংশ না নিলেও আমি মনে করি ভালো নির্বাচন হয়েছে। ৩২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কোনো জায়গায় কোনো হাঙ্গামা হয়নি, গণ্ডগোল হয়নি। মাত্র এক বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হয়। এক্ষেত্রে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য। সে কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। এছাড়া তিন দিনের ছুটি পেয়ে অনেকে বাড়ি চলে গেছেন। আবার সকালে যখন ভোটাররা ভোট দিতে যায় তখন ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে যে ভোটার উপস্থিতি, তা সন্তোষজনক বলে আমি মনে করি।’

এদিকে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ‘শিশুর অধিকার: প্রেক্ষিত হালের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিশুর কাঁধ থেকে বই-খাতার বোঝা কমানোর কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, শিশুদের চেয়ে স্কুলের ব্যাগের ওজন বেশি। শিশুর কাঁধে বই-খাতার বোঝা কমাতে হবে। কেজি স্কুলে চার বছর লাগে ওয়ানে উঠতে। পৃথিবীর কোথাও এ সিস্টেম নেই। এ সিস্টেমের অবসান হওয়া প্রয়োজন। ইউরোপে কোন বয়সে কোন ক্লাসে পড়বে সেটি নির্ধারিত থাকে। আমাদেরও তা করা উচিত।’

তিনি বলেন, শিশুশ্রম বড় সমস্যা। গৃহকাজে, শিল্প কারখানায় শিশুশ্রম দেশের আইনে সমীচীন নয়।

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। কাউন্সিলের সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নূর-ই-আকবর চৌধুরী। আলোচনায় অংশ নেন জাতিসংঘ শিশু তহবিলের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মাধুরী ব্যানার্জি, কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোস্তফা জামাল উদ্দিন আল আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য রেহানা চৌধুরী প্রমুখ।

Pin It