বিদায় টোকিও, স্বাগত প্যারিস। ১৬ দিনে ৩৩টি খেলার ৩৩৯টি সোনার পদকের ধুন্ধুমার লড়াই শেষে রোববার টোকিওর দর্শকশূন্য অলিম্পিক স্টেডিয়ামে নিভে গেল মশাল। আতশবাজির বর্ণিল প্রদর্শনী শেষে ডিসপ্লে বোর্ডে ফুটে উঠল-আরিগাতো, যার বাংলা অর্থ ধন্যবাদ। পর্দা নামল ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ ৩২তম অলিম্পিয়াডের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী অনুষ্ঠানে অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হয় ২০২৪ অলিম্পিকের আয়োজক শহর প্যারিসের প্রতিনিধিদের হাতে। অলিম্পিক শিখা নিভে গোলেও করোনার ছোবলে বিপন্ন পৃথিবীকে সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে আশার মশাল জ্বালিয়ে রেখে গেল টোকিও অলিম্পিক। করোনার চোখ রাঙানি, ঘূর্ণিঝড়, প্রচণ্ড তাপদাহ, অলিম্পিকবিরোধী জনমত-সব বাধা জয় করে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের সফল সমাপ্তি দেখল টোকিও। গেমস চলাকালীন ৪৩০ জন করোনা পজিটিভ হলেও অলিম্পিক পণ্ড হওয়ার পূর্বাভাস শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে।
২০১৬ রিও অলিম্পিকে ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় হওয়া গ্রেট ব্রিটেন এবার ২২টি সোনা জিতে চতুর্থ হয়েছে। আরওসির ব্যানারে ২০টি স্বর্ণ জিতে পঞ্চম রাশিয়া।
আসরের শেষ ইভেন্ট ছেলেদের ওয়াটার পোলোতে কাল সোনা জিতেছে সার্বিয়া। আর শেষদিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছেলেদের ম্যারাথন দৌড়ে অলিম্পিক শ্রেষ্ঠত্ব ধরে রেখে সোনার হাসি হাসেন কেনিয়ার এলিউদ কিপচোগে। এবারের আসরে অন্তত একটি সোনার পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। সর্বোচ্চ পাঁচটি স্বর্ণপদক জিতেছেন মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেল। অ্যাথলেটিক্সে ত্রিমুকুট জিতে আলো ছড়িয়েছেন জ্যামাইকার সোনার মেয়ে এলেইন-থম্পসন-হেরা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের সিংহাসনে বসে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস। আছে ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্পও। মানসিক অবসাদে টানা পাঁচটি ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর পর শেষ ইভেন্টে ফিরে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোনে বাইলস। সুপার ফ্লপদের তালিকায় থাকবেন দুই টেনিস তারকা নোভাক জোকোভিচ ও নাওমি ওসাকা।