পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে অবস্থানরত খুনি ও দণ্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সৌজন্য সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা সব খুনি ও দণ্ডিত অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হবে। দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পক্ষে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যও রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চায়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী সফরে গেলে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।