বিদেশে পালিয়ে থাকা দণ্ডিতদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

download-15-5c4ddcf22566b

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে অবস্থানরত খুনি ও দণ্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সৌজন্য সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা সব খুনি ও দণ্ডিত অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হবে। দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পক্ষে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যও রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী সফরে গেলে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

Pin It