বিপিএল শুরু ৬ জানুয়ারি

image-628207-1671908197

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আগামী ৬ জানুয়ারি। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ ফেব্রুয়ারি। শনিবার বিপিএলের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে বিপিএলের খেলাগুলো হবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্ব হবে। ১৩ থেকে ২০ জানুয়ারি হবে চট্টগ্রামে। আর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।

ঢাকায় তৃতীয় পবে ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।

শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়, সপ্তাহের বাকি ম্যাচগুলো শুরুর সময় সন্ধ্যা ৭টা।

এবারের আসর দিয়ে আবার সাত দলের টুর্নামেন্টে ফিরছে বিপিএল।

Pin It