ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে ঢুকে হামলার জেরে নিন্দার ঝড় উঠেছে সারা ভারতে। এমন ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন অনেকেই। প্রতিবাদে একজোট রাস্তায় নেমেছেন বলিউড তারকারাও।
সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের কার্টার রোডের প্রতিবাদী মিছিলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ, রিমা কাগতি, হনসল মেহেতা, অনুভব সিনহা, অভিনেত্রী তাপসি পান্নু, দিয়া মির্জা, রিচা চাড্ডা, গৌহর খান, অভিনেতা আলি ফজল, কমেডিয়ান কুণাল কামরা-সহ আরও অনেকেই।
পাশাপাশি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। আলিয়া ভাট, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, হংসাল মেহতাসহ আরও অনেক তারকাই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
সেই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্যও অনুরোধ করেছেন বলিউডের তারকারা।