বছর শুরুতেই একের পর এক বিয়ের খবর আসছে বলিউডে। কিন্তু বিয়ে করার নাম নেই ক্যাটরিনা কাইফের! কেনো এখনও তিনি বিয়ে করছেন না- এ নিয়ে অনেক কথাও শুনতে হচ্ছে এই বিউটি কুইনকে।
জি-নিউজ জানায়, একসময় রণবীর কাপুরের সঙ্গে গভীর সম্পর্ক ছিলো ক্যাটরিনার। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথাও শোনা যায়। তবে আসলে সেই সম্পর্ক কী- তা এখনও স্পষ্ট নয় ভক্তদের কাছে।
সম্পর্ক যার সঙ্গেই থাক বা না থাক- বিয়ে নিয়ে কি ভাবছেন ক্যাট? সম্প্রতি এ নিয়ে প্রশ্ন করা হলে সোজাসাপ্টা জবাব দেন তিনি।
ক্যাট বলেন, ‘বিয়ে নিয়ে আপাতত কিছুই ভাবছিনা। তবে বিয়ে করে ফেলতে হয় এবং সেটা একজনের সিদ্ধান্তে কখনও হয় না।’
তিনি আরও বলেন, ‘বিয়ে করতে হলে, দু’জনের মতামত সব সময় সমান জরুরি। তাই সময় হলেই আমারও বিয়ে হয়ে যাবে। এটা কেউ আগে থেকে বলে রাখতে পারে না।’
ক্যাট জানান, সালমান খানের আগামী ছবি ‘ভারত’ নিয়ে আপাতত ব্যাস্ত তিনি।