পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক হামলায় ২৯ জন নিহত হয়েছেন।
রোববার একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রাকে এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকার জানিয়েছে। খবর রয়টার্সের।
সানমাতেঙ্গা প্রদেশে খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন বেসামরিক নিহত হন। এরপর পেতে রাখা একটি বোমা ট্রাকের আঘাতে বিস্ফোরিত হলে আরও ১৫ জন নিহত ও ছয়জন আহত হন।
ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযানের’ প্রস্তুতি চলার সময় এসব হামলা চালানো হয় বলে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে।
গত তিন বছর ধরে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়েছে। এর আগে আগস্টে দেশটিতে বন্দুকধারীদের হামলায় ২৪ জন সেনা নিহত হয়েছিল।