বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচও

image-61480-1560436646

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচও চলে গেল বৃষ্টির পেটে। এর ফলে চলতি বিশ্বকাপে প্রথম ১৯ ম্যাচের চারটিই বৃষ্টিতে পরিত্যক্ত হলো। নটিংহ্যামে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকায় স্থানীয় সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রথম চার ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল নিউজিল্যান্ড। আর তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ভারত থাকল তৃতীয় স্থানে।

বিশ্বকাপের এই আসরে বৈরি আবহাওয়ায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড এর আগেই হয়ে গেছে। সেই রেকর্ড এখন আরও বড় হচ্ছে। এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পাকিস্তান-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত হয়। আজ সহ তিনটি ম্যাচে টসই হয়নি। তাই বর্ষাকালে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আইসিসি।

এর আগে বৈরি আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয় ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে।

Pin It