বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর-মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। জানাজা-দাফন নির্বিঘ্ন ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
এ ছাড়া শেরেবাংলা নগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে বেগম খালেদা জিয়ার দাফনের জন্য কবর প্রস্তুতির কাজ চলমান। ইতোমধ্যে সেখানে টাইলস অপসারণ, রড কাটা ও মাটি উত্তোলনের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে।
কবর প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
এই স্থানেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। সার্বিক প্রস্তুতি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা ও তদারকি বজায় রেখেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
এখানে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া চলাকালে পরিবারের সদস্যদের বাইরে অন্য কারও সেখানে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জানাজার স্থানকে তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। রেড জোনে থাকবেন গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা।
গ্রিন জোনে অবস্থান করবেন দলের শীর্ষ নেতাকর্মীরা এবং হোয়াইট জোনে জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন।





