ব্রাজিল প্রেসিডেন্টের বিমানবহর থেকে ৩৯ কেজি কোকেন উদ্ধার

image-65916-1561650939

ব্রাজিলের বিতর্কিত রাষ্ট্রপতি জাইর বলসানোরোর বিমানবহর থেকে ৩৯ কেজি কোকেন উদ্ধার করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। অথচ দেশটিতে ব্যাপকভাবে প্রচলিত মাদক বাণিজ্যের উপর জিরো টলারেন্স দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, জাপানে এই সপ্তাহের জি-২০ সামিটে যাওয়ার পথে তার অফিসিয়াল সামরিক বহরের সদস্যদের মধ্যে থেকে এক সদস্যকে প্রায় ৩৯ কেজি কোকেইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বিমানটি স্পেনের সেভিলে যাত্রাবিরতি দিয়েছিলো।

স্পেন পুলিশের একজন মুখপাত্র বলেন, “তার হাত মালপত্রের মধ্যেই কোকেইন পাওয়া গিয়েছিল যা মোট ৩৯ কেজি। তিনি ড্রাগ পাচারের সন্দেহে গ্রেফতার হন এবং বর্তমানে আমাদের সদর দফতরে হেফাজতে আছেন এবং বিচারকের সামনে হাজির হওয়ার অপেক্ষায় আছেন।”

ব্রাজিলের রেকর্ডটিভি জানায় ওই কর্মকর্তার নাম রদ্রিগেজ। তিনি ৩৮ বছর বয়সী একজন সার্জেন্ট।

Pin It