ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায়

british-minister-5ca8d623358e1

যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড দু’দিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। যুক্তরাজ্য হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েই তার এ সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

সফরের শুরুতে মার্ক ফিল্ড এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ইতিবাচক পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় উচ্চ শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে জনশক্তি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো উচিত। এ ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশকে কার্যকর সহায়তা দিতে পারে।

শনিবার সারাদিনই মার্ক ফিল্ড ব্যস্ত সময় কাটান বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।  রোববার দ্বিতীয় দিনের সফর শেষে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Pin It