বড়চাপা আলিম মাদরাসার ছাকিবা প্রথম

379939549_1450271845764328_179359069492976672_n

মনোহরদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়জিত, বড়চাপা ও চালাকচর ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্হিত বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠানে ০৮ টি স্কুল ও ০১টি মাদরাসা মোট ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। প্রধান অতিথি , বিশেষ অতিথি সূধীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলি , শিিক্ষার্থীদের উপস্হিতিতে অনুষ্ঠানটি সফলতা লাভ করে।

উক্ত প্রতিযোগিতায় ” বড়চাপা বহুমুখি ইসলামিয়া আলিম মাদরাসা “-র ৯ম শ্রেণীর ছাএী ছাকিবা আক্তার সর্বোচ্চ ১২৮ নম্বর পেয়ে ১ম স্হান অধিকার করে বিজয়ী হন।

তার সার্বিক কল্যানে সকলের দোয়া কামনা করছেন প্রতিষ্ঠান প্রধান আলহ্বাজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন।

Pin It