ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পেলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বৃহ্স্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সম্মাননা তুলে দেন প্রণব মুখার্জির হাতে। খবর এনডিটিভির
প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে কংগ্রেসের হয়ে কাজ করা প্রণব মুখার্জি ভারতের ১৩তম রাষ্ট্রপতি ছিলেন। প্রণব মুখার্জির পাশাপাশি এবার মরণোত্তর এ সম্মাননায় ভূষিত হয়েছেন আসাম থেকে উঠে আসা গায়ক-সুরকার ভুপেন হাজারিকা এবং সমাজকর্মী ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা নানাজি দেশমুখ।
গত ২৫ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে এ বছর ‘ভারতরত্ন’ পাওয়া তিনজনের নাম ঘোষণা করা হয়।